লাল টিনের ‘স্বপ্নের নীড়’

লাল টিনের ‘স্বপ্নের নীড়’

মুবিজবর্ষ উপলক্ষে ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ শীর্ষক প্রতিপাদ্যে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ৭৬৯ টি ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত হচ্ছে লাল টিনের ‘স্বপ্নের নীড়’। উপজেলার বিভিন্নস্থানের খাসজমিতে মাথা গোজার ঠাঁই হচ্ছে ৭৬৯ টি পরিবারের।

প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন দ্বি-কক্ষ বিশিষ্ট আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত লাল টিনের ঘর। খুব দ্রুত নির্মাণ কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ মো. রিয়াজ উদ্দিন।

জানা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘর নির্মাণের কাজ চলছে। ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নের খাস জমিতে ওইসব ঘর নির্মাণ কাজ করা হচ্ছে। প্রতিটি ঘর একটি করে পরিবারকে প্রদান করা হবে। শুধু ঘর নয়, জমিও দেয়া হচ্ছে।

‘স্বপ্নের নীড়’ পাওয়া কল্পনা রানী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আমরা স্বপ্নের নীড় পেয়েছি। আমাদের মাথা গুজার ঠাঁই দিয়ে বড় উপকার করেছেন। তিনি দেশের মা। তিনি দেশের মানুষের জন্য কাজ করেন তা আবারো প্রমাণ করেছেন তিনি।’

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ মো. রিয়াজ উদ্দিন বলেন, ‘মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশের ভূমিহীন ও গৃহহীনদের জন্য সেমি পাকা ঘর নির্মাণ করা হচ্ছে। ফুলবাড়ীতে ৭৬৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন ওই ঘর। উপজেলার ৭টি ইউনিয়নের খাস জমিতে ঘরগুলো নির্মাণ কাজ চলছে। খুব দ্রুতই নির্মাণ কাজ শেষ করে ঘরগুলো ৭৬৯ টি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

তিনি আরো বলেন, ‘দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম স্যার ইতোমধ্যে নির্মিত ওই ঘরগুলো পরিদর্শন করেছেন এবং দিকনির্দেশনা দিয়েছেন। সেই মোতাবেক কাজ করা হচ্ছে।’ 

আরও পড়ুন

×