প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠ উপহার হিসেবে নতুন বই পাচ্ছে ফুলবাড়ীর ৩৩ হাজার শিক্ষার্থী

প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠ উপহার হিসেবে নতুন বই পাচ্ছে ফুলবাড়ীর ৩৩ হাজার শিক্ষার্থী

ইংরেজি নববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রেষ্ঠ উপহার হিসেবে বিনামূল্যে নতুন পাঠ্যবই পাচ্ছে দিনাজপুরের ফুলবাড়ীর মাধ্যমিক ও প্রাথমিকের প্রায় ৩৩ হাজার ক্ষুদে শিক্ষার্থী। স্বাস্থ্যবিধি মেনে গতকাল শুক্রবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে বই বিতরণী অনুষ্ঠিত হয়। বছরের প্রথম দিনটি উদ্ভাসিত হয়েছিল ক্ষুদে শিক্ষার্থীদের হাসির আলোয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া প্রমুখ।

শেষে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়। ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া জানান, এবছর ফুলবাড়ীর প্রায় ২০ হাজার প্রাথমিক শাখার ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হবে। আনুষ্ঠানিকভাবে বই বিতরণী শুরু হয়েছে। শিক্ষার্থীদের অভিভাবকদেরকে জানানো হয়েছে স্বাস্থ্যবিধি মেনে ধাপে ধাপে এসে বিদ্যালয় থেকে নতুন বই সংগ্রহ করবে।

ফুলবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মন্ডল জানান, ফুলবাড়ীতে মাধ্যমিক শাখায় নতুন পাঠ্যবই পাবে প্রায় ১৩ হাজার শিক্ষার্থী। ওইসব শিক্ষার্থীদের বইয়ের চাহিদা উর্ধ্বতন কতৃপক্ষের কাছে দেওয়া হয়েছে। এখনো চাহিদানুযায়ী বই আসেনি। তবে যেগুলো এসেছে সেগুলো স্বাস্থ্যবিধি মেনে বিতরণ কার্যক্রম চলছে।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষিবিদ মো. রিয়াজ উদ্দিন বলেন, করোনাভাইরাসের কারণে শিক্ষার্থীদের ঘটা করে বই উৎসব পালন করা সম্ভব হয়নি। গতকাল শুক্রবার স্বাস্ব্যবিধি মেনে আনুষ্ঠানিকভাবে বই বিতরণী কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা দেয়া আছে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করতে।

আরও পড়ুন

×