প্রকাশিত: 03/01/2021
আফ্রিকার দেশ নাইজারে ভয়াবহ জঙ্গি হামলায় দুই গ্রামের কমপক্ষে ৭৯ জন নিহত হয়েছেন।
এদের মধ্যে চোম্বাঙ্গু গ্রামে নিহত হয়েছেন ৪৯ জন এবং আহত হয়েছেন ১৭ জন। এছাড়া জারোমদারে গ্রামে নিহত হয়েছেন আরও ৩০ জন। গ্রাম দু'টি নাইজারের পশ্চিমে মালি সীমান্তের কাছে অবস্থিত।
সম্প্রতি সময়ে বেশ কয়েকবার ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছে আফ্রিকার দেশগুলোতে।
নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী পক্ষ থেকে জানান, ওই অঞ্চলটির সুরক্ষার জন্য সৈন্য পাঠানো হয়েছে। হামলার শিকার গ্রামগুলোতে ২০১৭ সাল থেকেই জরুরি অবস্থা চলছে। পুরো নাইজারজুড়ে জিহাদি গোষ্ঠীগুলোর হামলার ঘটনা এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।