'আমেরিকানদের মধ্য প্রাচ্য থেকে বহিষ্কার করাই হবে আমাদের প্রতিশোধ'

প্রকাশিত: 04/01/2021

ডে-নাইট নিউজ:

'আমেরিকানদের মধ্য প্রাচ্য থেকে বহিষ্কার করাই হবে আমাদের প্রতিশোধ'

ইরান বলেছে যে তারা মধ্য প্রাচ্য থেকে মার্কিন সেনাদের বহিষ্কার করতে পারলেই সোলায়মানি হত্যার জোরালো প্রতিশোধ হিসেবে বিবেচিত হবে। তেহরান আরও বলেছে, এসব অঞ্চলের দেশগুলিকে অবশ্যই মার্কিন রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ থেকে মুক্তি দিতে হবে। ইরানের নীতিনির্ধারণী কাউন্সিলের সেক্রেটারি এবং আইআরজিসির প্রাক্তন কমান্ডার মোহসেন রেজায়ে শনিবার তেহরানে এক ভাষণে এসব সতর্কতার কথা জানান।

তিনি বলেন, জেনারেল সোলায়মানির হত্যার বিচারের সুবিধার্থে ইরান ও ইরাকের আন্তর্জাতিক খ্যাতিমান আইনজীবীদের সমন্বয়ে একটি যৌথ আইন কমিশন গঠন করা হয়েছে। তিনি বলেন, আমরা এই অঞ্চল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বহিষ্কারের জন্য লড়াই করব এবং ইরানি ও ইরাকি সরকার শহীদ সোলায়মানী হত্যার বিচারের জন্য যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাবে।

মোহসেন রেজায়ে বলেন, জেনারেল সোলাইমানি মধ্য প্রাচ্য থেকে সন্ত্রাসবাদ নির্মূলে এবং এই অঞ্চলের মানুষের শান্তিপূর্ণ জীবনযাপনে অক্লান্ত পরিশ্রম করেছেন। উচ্চ পদস্থ ইরানি এই সামরিক কর্মকর্তা আরও বলেন, জেনারেল সোলাইমানি জঙ্গি গোষ্ঠী (আইএসকে) দমন করেছেন, যে জঙ্গি গোষ্ঠীকে অন্য কোন দেশের সরকার বা শক্তি প্রতিরোধ করতে পারে নাই।
 

আরও পড়ুন

×