প্রকাশিত: 04/01/2021
আজ রোববার সচিবালয়ে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, নির্মাণাধীন পদ্মা সেতু ও মেট্রোরেলের প্রকল্প আগামী বছর (২০২২) সালের জুন মাসে চালু করা হবে।
সেতুমন্ত্রী বলেন, একই সময়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চট্রগ্রামের কর্ণফুলী টানেল ও চালু করা হবে। আর পদ্মা সেতু চালুর সময়সীমা কিছুটা বাড়িয়ে সামনের বছরের জুন মাসের দিকে এটি চালু করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি পদ্মা সেতুর সবগুলো স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। পদ্মা সেতু নির্মাণ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। পদ্মা সেতু চালু হলে মোংলা বন্দর ও বেনাপোল স্থলবন্দরের সঙ্গে ঢাকা ও চট্রগ্রামের সরাসরি যোগাযোগ করা যাবে। একই সঙ্গে পদ্মা সেতু চালু হলে যোগাযোগ স্থাপিত হবে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার সাথে।