ফুলবাড়ীতে ল্যাকটেটিং মাদারদের হেলথ ক্যাম্পিংয়ের উদ্বোধন

ফুলবাড়ীতে ল্যাকটেটিং মাদারদের হেলথ ক্যাম্পিংয়ের উদ্বোধন

দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের যৌথ উদ্যোগে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় হেলথ ক্যাম্পিংয়ের উদ্বোধন করা হয়েছে। বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত হেলথ্ধসঢ়; ক্যাম্পিং- এ সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।

এতে মহিলা বিষয়ক অধিদপ্তরের কিশোর-কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক তাশরিফাতুজ জান্নাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. অপর্ণা চক্রবর্তী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার।

এছাড়াও বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল, কমিউনিটি মেডিকেল অফিসার সেলিনা আক্তার, পৌর কাউন্সিল মামুনুর রশীদ চৌধুরী প্রমুখ।

শেষে হেলথ্ধসঢ়; ক্যাম্পিংয়ে অংশগ্রহণকারী ল্যাকটেটিং মাদারদের দিনব্যাপী স্বাস্থ্য পরিক্ষা ও পরামর্শ প্রদান করেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. অপর্ণা চক্রবর্তী ও কমিউনিটি মেডিকেল অফিসার সেলিনা আক্তার।

আরও পড়ুন

×