সারা ইসরায়েল হঠাৎ কুয়াশায় অদৃশ্য হয়ে যায়!

প্রকাশিত: 05/01/2021

ডে-নাইট আন্তর্জাতিক:

সারা ইসরায়েল হঠাৎ কুয়াশায় অদৃশ্য হয়ে যায়!

হঠাৎ এক ভয়াবহ কুয়াশায় ইসরায়েলকে ঢেকে ফেলে। দেশের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে পরিচিত তেল আবিব শহরটি পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। দেখতে অনেকটা কুয়াশার রাজ্যের মতো লাগছিল।

রবিবার এসব কুয়াশা সকালে দেখা গেলেও বিকেলে তা দেখা যায়নি।

টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, কুয়াশার কারণে তেল আবিবের রাস্তায় যানজট ভেঙে পড়েছিল। কুয়াশা সমুদ্র থেকে উদ্ভব হয় এবং উপকূলীয় সমভূমি এবং অন্যান্য অঞ্চলে আর্দ্রতা বাড়ায়। পুরো তেল আবিব কুয়াশায় ঢেকে যায়। ১৯৪৮ সালে আধুনিক ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে এই আবহাওয়া ছিল সবচেয়ে খারাপ পরিস্থিতি।

এমন আকস্মিক কুয়াশা দেখে আবহাওয়াবিদরাও অবাক হয়ে যায়। তারা বলেন এর আগে এরকম কুয়াশা ইসরায়েলে কখনও দেখা যায়নি।

আরও পড়ুন

×