প্রকাশিত: 05/01/2021
আমেরিকা ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসন শুরু করলে তা বিশ্বে বিপর্যয় ডেকে আনবে বলে মন্তব্য করেছে বিশ্লেষকগণ। এ ছাড়া এই আগ্রাসন আমেরিকার কোন স্বার্থ রক্ষা হবেনা, হবে শুধু ইসরায়েলের। এছাড়া সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি আরব দেশ এই আগ্রাসনে লাভবান হবে।
আমেরিকা যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের সিনেটের প্রাক্তন প্রার্থী ও রাজনৈতিক বিশ্লেষক মার্ক ডানকোফ ইরানের প্রেস টিভি ওয়েবসাইটে প্রকাশিত একটি কলামে এই মন্তব্য করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে মার্কিন আগ্রাসনে লক্ষ লক্ষ মানুষের জীবনাসন হবে।
তিনি আরও বলেন, জেনারেল কাসিম সোলায়মানি এবং পারমাণবিক বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহকে হত্যা করে আমেরিকা ইরানের সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছে, যা মোটেই প্রয়োজন ছিল না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুসরণীয় বৈদেশিক নীতিরও সমালোচনা করেন তিনি।
মার্ক ডানকফ বলেন, ট্রাম্পের বৈদেশিক নীতি বিপজ্জনক ছিল এবং ইসরায়েলের স্বার্থে তা পরিচালিত হয়েছে। সেসব বিবেচনা করলে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন না বলে মন্তব্য করেন এই বিশ্লেষক।