প্রকাশিত: 07/01/2021
গ্রাহকদের আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে গত মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দিনাজপুরের ফুলবাড়ী শাখা পূবালী ব্যাংক লিমিটেডের এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।
দিনাজপুর-ফুলবাড়ী-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ফুলবাড়ী পৌর শহরের গৌরীপাড়াস্থ ফুলবাড়ী শাখা পূবালী ব্যাংক লিমিটেডের পূর্বপার্শ্বে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন করেন পূবালী ব্যাংকের রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন পূর্বালী ব্যাংক লিমিটেডের রংপুর অঞ্চলের ইঞ্জিনিয়ার মো. আশরাফুল হাবিব আরিফ, ফুলবাড়ী শাখা ব্যবস্থাপক মানষ চন্দ্র রায়, সিনিয়র অফিসার মো. মোস্তাফিজুর রহমান, ডিপটি ম্যানেজার মামুনুর রশিদ, অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. কামরুজ্জামান জানান, গ্রাহকদের আধুনিক ও ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে রংপুর বিভাগে মোট ২২টি শাখায় পূবালী ব্যাংকের এটিএম বুথ চালু করা হবে। ইতোমধ্যে ১৫ টি শাখায় এটিএম বুথ চালু করা হয়েছে। এটিএম বুথে পাই ব্যাংকিং অ্যাপের মাধ্যমে কাগজ বিহীন ব্যাংকিং সুবিধা, মোবাইল রিচার্জ, ইউটিলিটি বিল পরিশোধ, স্টন পেমেন্ট সুবিধা, চেক বই ব্যবস্থাপনা, পজেটিভ পে ইন্সট্রাকশনসহ অন্যান্য ব্যাংকেও মোবাইল ফোনের মাধ্যমে লেনদেন করা যাবে।
অনুষ্ঠানে ফুলবাড়ীর বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন ও ব্যাংক গ্রহকরা উপস্থিত ছিলেন।