প্রকাশিত: 08/01/2021
ভারতের গুজরাটের বাসিন্দা বৃদ্ধা নাভালবেন দলসাংভাই চৌধুরি। বয়স সত্তর ছুঁই ছুঁই, তার বাড়িতে ৮০টা মহিষ আর ৪৫টা গরু আছে। প্রতিদিন তিনি নিজেই দুধ দোহন করে বিক্রি করেন। ২০২০ সালের মোট হিসাব অনুযায়ী ১.১০ কোটি রুপির দুধ বিক্রি করেছেন। যা বাংলাদেশে মুদ্রায় প্রায় সোয়া কোটি টাকার সমান।
বৃদ্ধা নাভালবেন দলসাংভাই চৌধুরি জানান, তার চার ছেলে শহরে পড়াশোনা ও চাকরি করেন। গেল বছর ২০১৯ সালেও তিনি দুধ বিক্রি করে প্রায় ৮৮ লক্ষ রুপি আয় করেছেন।
কর্মের সাফল্য হিসেবে, বনস্কান্ত জেলার তিনবার পশুপালক পুরস্কার এবং দু’বার লক্ষী পুরস্কার পেয়েছেন নাভালবেন।