প্রকাশিত: 09/01/2021
ঝিনাইদহ সদর উপজেলার পশ্চিমাঞ্চলে কৃষকরা গমের আগাছানাশক ওষুধ স্প্রে করে বিপাকে পড়েছে। বহু কৃষকের গম ক্ষেত সম্পুর্ন নষ্ট হয়ে গেছে। তারা প্রতিকার ও ক্ষতিপুরণ দাবী করে ঝিনাইদহ সদর কৃষি অফিসে ধর্না দিচ্ছেন। তথ্য নিয়ে জানা গেছে সদর উপজেলা কুমড়াবাড়িয়া ইউনিয়নের রামনগর গ্রামের কৃষক আব্দুর রউফ, আব্দুর রশিদ, আবু বকর ও সাইদুল ইসলামসহ বহু কৃষক মারশাল কোম্পানীর রাইটপ-৫৫ নামে একটি আগাছানাশক ওষুধ গম ক্ষেতে স্প্রে করেন। স্প্রে করার পর গম ক্ষেত নষ্ট হতে থাকে। তারা দ্রæত মারশাল কোম্পানীর রাইপট-৫৫ বিক্রেতা পাগলাকানাই এলাকার ডিলার আব্দুল আজিজের সঙ্গে যোগাযোগ করেন। তিনি তাদের হরমোন জাতীয় ওষুধ প্রয়োগের পরামর্শ দেন। এতেও কাজ না হলে কৃষকরা প্রতিকারের জন্য ঝিনাইদহ সদর উপজেলা কৃষি অফিসে ধর্না দেন। পরে ওষুধ কোম্পানীর পক্ষ থেকে ক্ষতিপুরণ দেওয়া হয় বলে জানান ডিলার আব্দুল আজিজ। তিনি বলেন বিষয়টি নিয়ে আমরা সমাধান করেছি। কৃষি কর্মকর্তাদের নিয়ে সরেজমিন ক্ষেত পরিদর্শন করে আমরা কৃষকদের কিছু ক্ষতি পুরণও দিয়েছি।