প্রকাশিত: 11/01/2021
১০ ডিসেম্বর বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন ও মুজিব বর্ষ দিবস উপলক্ষে ঝিনাইদহের সদর উপজেলার বেতায় চন্ডিুপরের প্রত্যন্ত গ্রামে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখতে হাজির হয়েছিলেন কয়েক হাজার দর্শক।রবিবার সকাল থেকে প্রতিযোগিতা শুরু হলেও মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিকাল থেকে।
সকাল থেকে খেলা দেখতে আশপাশের গ্রামসহ দূরদূরান্ত থেকে নারী-পুরুষ ও শিশুরা আসতে থাকেন। দুপুর গড়াতেই বিলুপ্ত প্রায় এ দৌড় প্রতিযোগিতাকে কেন্দ্র করে সৃষ্টি হয় উৎসবের আমেজ। আর রোমাঞ্চকর এ প্রতিযোগিতা ঘিরে আনন্দ মেলা ছিল বাড়তি আকর্ষণ জানা যায়, জেলার গান্না ইউনিয়নের বেতায় চন্ডিুপর গ্রামের কয়েক তরুণের উদ্যোগে আয়োজন করা হয় এ গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা।
ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা ও মাগুরা জেলা থেকে ২৫ ব্যক্তি তার গরু ও গরুর গাড়ি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র সাইদুর করিম মিন্ট্ খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বেতায় পুলিশ ফাঁড়ির ইনচার্জ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গান্না ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি।
গাড়ির দৌড় প্রতিযোগিতার আয়োজক কমিটির সদস্যরা জানান, জেলার আর একটি উপজেলায় এই ধরনের প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় তবে আমাদের এই অনুষ্ঠান অনেক বড় গরুর গাড়ির এই দৌড় প্রতিযোগিতা অনেক আগ থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এবং হারানো ঐতিহ্য ও এলাকার মানুষকে আনন্দ দিতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।