প্রকাশিত: 14/01/2021
ইসরায়েল সিরিয়ার মাটিতে একাধিক বিমান হামলা চালিয়েছে। ব্রিটিশ ভিত্তিক মানবাধিকার সংগঠন বলেছে, ইসরায়েল সিরিয়া-ইরাকি সীমান্তে ২০ বারের বেশি বিমান হামলা করেছে।
দেশটিতে ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৭ জন। দেশটির পূর্বাংশে ইরানপন্থী যোদ্ধা ও অস্ত্রের গুদামে লক্ষ্য করে হামলা করলে এসব হতাহতের ঘটনা ঘটে।
বুধবার সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েল বাহিনী সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর দেইর আজ জর থেকে শুরু করে আল-বুকমাল মরুভূমি পর্যন্ত বিভিন্ন স্থাপনায় বিক্ষিপ্তভাবে বিমান হামলা চালিয়েছে।
সিরিয়ায় বিগত ২ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহতম হামলায় ১০ জন সিরিয়া সেনা এবং ৪৭ জন বিদেশি যোদ্ধা নিহত হয়েছেন।