প্রকাশিত: 15/01/2021
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন অন্তত কয়েক শত মানুষ।
আজ শুক্রবার সকালে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে সুলাওয়েসি দ্বীপের মাজেনে শহরে। ভূমিকম্পে হতাহতের পাশাপাশি অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে মাজেনে শহরে ৪ জন নিহত ও আহত হয়েছেন ৬৩৭ জন। এছাড়া প্রতিবেশী মামুজু প্রদেশে ৩ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও ২৪ জন।
এছাড়া ভূমিকম্পে ৬০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্প আঘাত হানার পর ঘর ছেড়েছে হাজার হাজার মানুষ। ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেক মানুষ।