করোনায় মৃত্যুর সংখ্যা ২০ লাখ ছাড়াল

প্রকাশিত: 15/01/2021

নিজস্ব প্রতিবেদন :

করোনায় মৃত্যুর সংখ্যা ২০ লাখ ছাড়াল

বৈশ্বিক মহামারী করোনায় বিপর্যস্ত গোটা বিশ্ব। গত এক বছরেও গতি একটুও কমেনি। প্রতিদিন নতুন নতুন এলাকায় করোনা সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। কোথাও কোথাও করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ চলছে। এরই মধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের মাইলফলক ২০ লাখের গন্ডি পেরিয়ে গেছে।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার সকাল ১০টা পর্যন্ত বিশ্বে করোনায় মারা গেছেন ২০ লাখ ২ হাজার ৪০৭ জন। আর আক্রান্ত হয়েছেন ৯ কোটি ৩৫ লাখ ৩৩ হাজার ৪৭২ জন। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ছয় কোটি ৬৮ লাখ ১২ হাজার ৬২৩ জন।

করোনায় আক্রান্ত ও মৃত্যুর তালিকায় সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২ কোটি ৩৮ লাখ। মৃতের সংখ্যা ৪ লাখের কাছাকাছি।

মৃতের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিল। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ৭ হাজারেরও বেশি। আর আক্রান্তের সংখ্যা ৮৩ লাখের বেশি। 

আক্রান্তের দ্বিতীয় স্থানে রয়েছেন ভারত সেখানে মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। দেশটিতে শনাক্ত হয়েছেন ১ কোটি ৫ লাখের ও বেশি মানুষ। এছাড়া মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে রাশিয়া, ইতালি, ফ্রান্স, স্পেন ও ইরানে।

আরও পড়ুন

×