প্রকাশিত: 16/01/2021
বৈশিক মহামারী প্রাণঘাতী করোনাভাইরাসের নতুন আরেকটি রূপ শনাক্ত হয়েছে ব্রাজিলে। ইতোমধ্যে নতুন এই রূপটিতে ৪ জন আক্রান্ত হয়েছেন। তবে নতুন এই রূপের লক্ষণগুলো আরও তীব্র হবে কিনা তা এখনও জানা যায়নি।
করোনা বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত ডিসেম্বর (২০২০) ব্রাজিলের উত্তরের মানাউসে করোনার নতুন রূপটি শনাক্ত হয়েছে। তবে এটি কোভিড-১৯ ভাইরাসকে আরও তীব্র পর্যায়ে নিয়ে যায় কিনা তা এখন জানা সম্ভব হয়নি।
গত মাসে ব্রাজিলের আমাজন থেকে জাপান যাওয়া ৪ ব্যক্তির মধ্যে করোনা ভাইরাসের নতুন রূপটি শনাক্ত হয়েছে। করোনার নতুন টিকা এই রূপটির বিরুদ্ধে কাজ করবে কিনা তা জানতে গবেষকরা কাজ করছেন।
এদিকে করোনার নতুন রূপটির ব্যাপারে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।