প্রকাশিত: 17/01/2021
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে গত শুক্রবার সকালে শক্তিশালী ভূমিপম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৬ জন। আহত হয়েছেন অন্তত আরও ছয় শতাধিক মানুষ।
আজ রোববার সকালে দেশটির দুর্যোগ মোকাবেলা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, ধসে পড়া ভবনগুলোর ধ্বংসস্তূপের ভেতরে জীবিতদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। দেশটিতে শুক্রবার ৬.২ মাত্রা ভূমিকম্প আঘাত হানে সুলাওয়েসি দ্বীপের মাজেনে শহরে।
ভূমিকম্পে হতাহতের পাশাপাশি অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস্তুপের নিচে আরও অনেক মানুষ আটকা পড়ে আছেন। এছাড়া কমপক্ষে ১৫ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।