ইসরাইলে করোনা টিকা নিয়ে ১৩ জনের মুখমন্ডল বিকৃত

প্রকাশিত: 19/01/2021

নিজস্ব প্রতিবেদন :

ইসরাইলে করোনা টিকা নিয়ে ১৩ জনের মুখমন্ডল বিকৃত

ইসরাইলে করোনা টিকা নেওয়ার পর কমপক্ষে ১৩ জনের মুখমন্ডলে মৃদু ফেসিয়াল প্যারালাইসিস হয়েছে।

করোনা টিকা নেওয়ার পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে এমন হয়েছে বলে মনে করা হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, করোনা (কোভিড-১৯) টিকা নেওয়ার পর এ ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হওয়া ব্যক্তির সংখ্যা হয়তো আরও বেশি।

এর ফলে ওইসব মৃদু ফেসিয়াল প্যারালাইসিস হওয়া লোকদের করোনা টিকার দ্বিতীয় ডোজ দিতে শষ্কিত বিশেষজ্ঞরা। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের মুখমন্ডল ঠিক করতে আবার করোনা টিকা দিতে চাচ্ছেন। 

মৃদু ফেসিয়াল প্যারালাইসিস হওয়া এক ব্যক্তি ইসরাইলের গণমাধ্যমকে জানান, আমার অন্তত ২৮ ঘন্টা মুখমন্ডল বিকৃত ছিল। তবে এরপর সেরে গেছে।

আরও পড়ুন

×