প্রকাশিত: 20/01/2021
৩টি ক্লিনিক লাইসেন্স ছাড়া গ্রাম্য ডাক্তার ও গ্রাম্য নার্স দিয়ে চলছিল। এমনকি প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ছাড়াই নামমাত্র চিকিৎসাসেবা দিয়ে প্রতারণা করে আসছিলো ৩টি ক্লিনিক। পরিদর্শনের সময় এমন অনিয়মের চিত্র উঠে আসায় যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া স্হানীয় ক্লিনিকগুলো সিলগালা করে তালা ঝুলিয়ে দিয়েছে জেলা স্বাস্থ্য কর্মকর্তারা।
আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন এর নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়। স্বাস্থ্যসেবা খাতে অনিয়ম-অসঙ্গতি রুখতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।
সিভিল সার্জন অফিস জানান, সংঘবদ্ধ অসাধু চক্র যশোর সদরসহ বিভিন্ন উপজেলার ছোট-বড় বাজারগুলোতে অবৈধভাবে,ক্লিনিক,ডায়াগনস্টিক সেন্টার খুলে ব্যবসা করছে। দফায় দফায় সতর্ক করা হলেও তারা প্রতারণামূলক কার্যক্রম থেকে সরে আসেনি। স্বাস্থ্য বিভাগের অনুমোদন ছাড়াই রোগী দেখছে এসব ক্লিনিকগুলো।
স্বাস্থ্য বিভাগের অনুমোদন নেই, গ্রাম্য ডাক্তার ও গ্রাম্য নার্স দিয়ে প্রতিদিন রোগী দেখা ও প্যাথলজিক্যালে পরীক্ষা-নিরীক্ষার জন্য ভর্তি করা হচ্ছে রোগী। এসব তথ্যের ভিত্তিতে শার্শার বাগআঁচড়ায় এসব ক্লিনিকগুলোতে অভিযান চালানো হয়। এ সময় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে চলা জনসেবা ক্লিনিক,বাগআঁচড়া ক্লিনিক ও আল মদীনা ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়।
এ সময় জেলা সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীন, শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইউসুফ আলী, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ রেহনেওয়াজ ও প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান উপস্থিত ছিলেন।
এব্যাপারে যশোর জেলা সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, লাইসেন্স বিহীন, গ্রাম্য ডাক্তার ও গ্রাম্য নার্স দিয়ে অবৈধ ক্লিনিক পরিচালনা করায় এলাকার মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে ছিলো।
তিনি আরো বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছি।