বৌভাতে যাওয়ার পথে ট্রাকচাপায় ১৪ জনের মৃত্যু

প্রকাশিত: 20/01/2021

ডে-নাইট ডেস্ক :

বৌভাতে যাওয়ার পথে ট্রাকচাপায় ১৪ জনের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় বৌভাতে যাওয়ার সময় পাথরবোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

গতকাল মঙ্গলবার রাতে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির জলঢাকা সেতুর কাছে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিক ভাবে সবার পরিচয় জানা যায়নি বলে জানিয়েছেন পুলিশ।

পুলিশ সূত্রে জানাযায়, মঙ্গলবার রাত ৯টার দিকে ৩টি গাড়িতে করে ধূপগুড়ির ময়নাতলি এলাকায় বৌভাত অনুষ্ঠানে যাচ্ছিলেন কনেপক্ষের আত্মীয়রা। রাস্তা ফাঁকা থাকায় উল্টো দিকের লেন ধরে গাড়িগুলো যাচ্ছিল। এ সময় দশ চাকার একটি পাথরবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। 

সে সময় কনেযাত্রীদের বাকি দুটি গাড়ি পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করতে ট্রাকটি গাড়ি দুটির ওপর উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১২ জন মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।

আরও পড়ুন

×