প্রকাশিত: 21/01/2021
বিদায়ী মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস ছেড়ে চলে গেছেন। তিনি হেলিকপ্টারযোগে জয়েন্ট বেজ অ্যান্ড্রুজের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। সেখানে তিনি রাষ্ট্রপতি হিসেবে শেষ বক্তব্য দেবেন।
কয়েক ঘন্টা পর ডেমোক্র্যাট প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। তার সাথে কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। এবারই ব্যতিক্রম অর্থাৎ সাবেক প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প সেখানে উপস্থিত থাকছেন না।
এই বছরের শপথ গ্রহণ অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসি একটি ভূতরী নগরী পরিণত হয়েছে। বাইডেন ও হ্যারিসকে সেনাবাহিনীর বেস্টনীর মাঝে শপথ নিতে হচ্ছে। এতকিছুর পরও নামিদামী তারকারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
বিগত চিরাচরিত নিয়মে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট শপথ অনুষ্ঠানগুলোতে আনন্দঘন পরিবেশে ঘটে থাকে। করোনা পরিস্থিতি ও ট্রাম্পপন্থী উগ্রবাদীদের দ্বারা কোন অশুভ পরিস্থিতি এড়াতে এসব পদক্ষেপ নিতে হয়েছে।