প্রকাশিত: 22/01/2021
দিনাজপুরের ফুলবাড়ীতে জেঁকে বসেছে মৃদু শৈত্যপ্রবাহ। সূয্যি মামার ঠিকঠাক দেখা নেই। শীতবস্ত্রের অভাবে এতিম, অসহায় হতদরিদ্র শীতার্ত লোকজন কষ্ট করছে। ওইসবজ শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গত বুধবার রাত ১০টায় কম্বল নিয়ে তাদের মাঝে ছুটে যান ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন।
এসিল্যান্ডের সাদা গাড়িতে তিনি উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জসহ পৌরএলাকার বিভিন্নস্থানে ছুটে গিয়ে এতিম, অসহায় হতদরিদ্র শীতার্ত লোকজনের গায়ে কম্বল জড়িয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলামসহ সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, গতকয়েকদিন থেকে ফুলবাড়ীতে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। এই শীতে অসহায় যারা রয়েছেন তারা খুবই কষ্টে রয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী পৌরএলাকাসহ বিভিন্ন ইউনিয়নে ছুটে গিয়ে ৮৮ জন শীতার্ত লোকজনের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল দেওয়া হয়েছে।