ভারতে করোনা ভ্যাকসিন কারখানায় ফের আগুন

প্রকাশিত: 22/01/2021

নিজস্ব প্রতিবেদন :

ভারতে করোনা ভ্যাকসিন কারখানায় ফের আগুন

ভারতের সিরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন কারখানায় অগ্নিকান্ডে ৫ শ্রমিক মারা যাওয়ার কয়েক ঘন্টার মধ্যে একই জায়গায় আবারও আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির কয়েক কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন সিরামের প্রধান নির্বাহী পরিচালক।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে সিরামের পুনের কারখানায় নির্মাণাধীন যে ভবনে প্রথম আগুন লেগেছিল, সন্ধ্যার দিকে সেখানে ফের আবারও আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমে সূত্রে জানাযায়, চার ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর নির্মাণাধীন ভবনটির ভেতর থেকে ৫টি মরদেহ উদ্ধার করা হয়। মৃত ৫ শ্রমিক সবাই চুক্তিভিত্তিক শ্রমিক ছিলেন।

সিরামের ওই কারখানাতে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন উৎপাদন চলছে। তবে সেখানে যুক্তরাষ্ট্রের নোভাভ্যাক্সের ভ্যাকসিন উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে।

সিরামের প্রধান নির্বাহী পরিচালক জানান, অগ্নিকান্ডের কারণে ভ্যাকসিন সরবারাহে কোন সমস্যা হবে না। 

আরও পড়ুন

×