মাস্ক পরা বাধ্যতামূলক করলেন জো বাইডেন

প্রকাশিত: 22/01/2021

নিজস্ব প্রতিবেদন :

মাস্ক পরা বাধ্যতামূলক করলেন জো বাইডেন

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক পরার কঠোর নির্দেশ দিয়েছেন নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া যুক্তরাষ্ট্রে ভ্রমণে আসা লোকদের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়েছেন। 

জো বাইডেন বলেন, আগামী মাস থেকে করোনা মৃত্যুর সংখ্যা ৪ লাখ থেকে ৫ লাখ ছুঁইবে। তাই আমাদের এখন কঠোর পদক্ষেপ নেওয়া দরকার। 

বিমানে ওঠার সময় করোনা নেগেটিভ সনদ লাগবে এবং ভ্রমণকারীরা এখন থেকে কোয়ারেন্টিনেও থাকা লাগবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের দেয়া বিধিনিষেধকে আরও কঠোর করে দেয়া হয়েছে। 

এসময় জো বাইডেন আরও বলেন, দুর্ভাগ্যবশত, মাস্ক পরা একটি দলীয় ইস্যুতে পরিণত হয়েছেন। কিন্তু এটি এখন দেশপ্রেমিক কাজ।

আরও পড়ুন

×