প্রকাশিত: 23/01/2021
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল শুক্রবার বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের (জিবিকে) পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি) বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন গ্রাম বিকাশ কেন্দ্রের রিজিওনাল ম্যানেজার মো. গোলাম মোস্তফা।
এতে কমিউনিটি মবিলাইজেশনের টেকনিক্যাল অফিসার জিমি জাকারিয়া হাঁসদার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মশিউর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমশের আলী মন্ডল, সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান, গ্রাম বিকাশ কেন্দ্রের প্রোগ্রাম ম্যানেজার আব্দুস ছালাম, জিবিকায়ন টেকনিক্যাল অফিসার কৃষিবিদ বশীর আহম্মেদ, আলো প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক শাহ মো. সাদিয়ার রহমান প্রমুখ।
এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বেসরকারি সংস্থা এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গ্রাম বিকাশ কেন্দ্রের রিজিওনাল ম্যানেজার মো. গোলাম মোস্তফা বলেন, বাংলাদেশ সরকারের অতিদারিদ্রতা দূরীকরণ ও টেকসই উন্নয়নের উদ্যোগকে বেগবান করতে পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি) শীর্ষক প্রকল্পের বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পটি ফুলবাড়ীসহ পার্বতীপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট এই পাঁচটি উপজেলায় গ্রাম বিকাশ কেন্দ্রের মাধ্যমে ক্ষুদ্র ও নৃগোষ্ঠী এবং দলিত জনগোষ্ঠীর মাঝে বাস্তবায়িত হচ্ছে।