প্রকাশিত: 24/01/2021
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রংপুর-রাজশাহী বিভাগে উপজেলা পর্যায়ে সর্বাধিক সংখ্যক ঘর পেয়েছে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ভূমিহীন ও গৃহহীনরা। গতকাল শনিবার ফুলবাড়ী উপজেলার ৪০০ টি ভূমিহীন ও গৃহহীন পবিবারকে ঘরের চাবি ও জমির কবুলিয়ত দলিল হস্তান্তর করা হয়েছে।
গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের সাথে সমন্বয় রেখে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে ভূমিহীন ও গৃহহীন পরিবারগুলো মাঝে ঘরের চাবি ও জমির কবুলিয়ত দলিল হস্তান্তর করা হয়।
আয়োজিত ঘরের চাবি ও জমির কবুলিয়ত দলিল হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, নবনির্বাচিত পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হায়দার আলী শাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলামসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিয়াজ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী উপহার স্বরূপ ফুলবাড়ী উপজেলার গৃহহীন ও ভূমিহীনদের জন্য ৭৬৯ টি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। ঘর বরাদ্দ পাওয়া ৪০০ টি পরিবারের মাঝে গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের সাথে সমন্বয় ঘরের চাবি ও জমির কবুলিয়ত দলিল হস্তান্তর করা হয়েছে। বাকিদের পরবর্তীতে দেওয়া হবে।