কমলনগরে প্রধানমন্ত্রীর উপহার: ২০ পরিবার পেল আশ্রায়ন-প্রকল্পের ঘর

প্রকাশিত: 24/01/2021

কমলনগর প্রতিনিধি

কমলনগরে প্রধানমন্ত্রীর উপহার: ২০ পরিবার পেল আশ্রায়ন-প্রকল্পের ঘর

প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন-২ প্রকল্পের আওতায় নির্মিত ভূমিহীন ও গৃহহীনদের জন্য তৈরি করা ২০টি ঘর হস্তান্তর করে কমলনগর প্রশাসন।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করার পর উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরগুলো হস্তান্তর করেন।

সহকারি কমিশনার (ভূমি) পুদম পুষ্প চাকমার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, মুক্তিযোদ্ধা আবু তাহের, সফিক উদ্দিন, হাজী নুরুল ইসলাম, চেয়ারম্যান আহসান উল্যাহ হিরন, কমলনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. ওয়াজি উল্যাহ জুয়েল, সাংবাদিক মো. ফয়েজ, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরও পড়ুন

×