এশিয়ার ড্রাগ সম্রাট সে চি লোপ গ্রেপ্তার

এশিয়ার ড্রাগ সম্রাট সে চি লোপ গ্রেপ্তার

অবশেষে এশিয়ার গ্রেপ্তার হওয়া ড্রাগ লর্ড সে চি লোপ নিখোঁজ হয়ে যান। নেদারল্যান্ডসের পুলিশ বিশ্বের বৃহত্তম মাদক গোষ্ঠীর অভিযুক্ত গ্যাংলিডারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। খবরটি আন্তর্জাতিক মিডিয়া বিবিসি নিশ্চিত করেছে।

দীর্ঘকাল ধরে ড্রাগ লর্ড বা মাদক সম্রাট নামে পরিচিত চীনা বংশোদ্ভূত কানাডিয়ান সে চি লোপের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার গ্রেপ্তারি পরোয়ানা জারি করা ছিল।

এশিয়া জুড়ে অবৈধ মাদকের বাজার রয়েছে ৭০ বিলিয়ন ডলার। সে বিশ্বের শীর্ষস্থানীয় ওয়ান্টেড লোকদের একজন। সে দীর্ঘকাল গা ঢাকা দিয়ে ছিল। শেষ পর্যন্ত তাকে আমস্টারডামের স্কিপোল বিমানবন্দরে আটক করা হয়।

অস্ট্রেলিয়া এখন চি-লোপকে বিচারের মুখোমুখি করার জন্য হস্তান্তর করার চেষ্টা করবে। অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ (এএফপি) বিশ্বাস করে যে দেশে দেশে অবৈধ ড্রাগ প্রবেশের ৭০ শতাংশের জন্য চি লোপের সংস্থা দায়ী।

এএফপি জানায়, ৫৬ বছর বয়সী এই সে চি কে দীর্ঘ দিন যাবত সন্ধান করে আসছিল। গ্রেপ্তারের আগে এক দশকেরও বেশি সময় ধরে তাকে অস্ট্রেলিয়ার পুলিশ অনুসরণ করে আসছিল।

আরও পড়ুন

×