ডোনাল্ড ট্রাম্প আলাদা দল গঠনের হুমকি দিয়েছেন

ডোনাল্ড ট্রাম্প আলাদা দল গঠনের হুমকি দিয়েছেন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য অভিশংসন এড়ানোর জন্য পৃথক দল গঠনের হুমকি দিয়েছেন। তিনি আশঙ্কা করছেন তাঁর নিজ দল রিপাবলিকান পার্টির সদস্যরা ৮ ফেব্রুয়ারি সিনেটে ইমপিচমেন্ট ভোটে তার বিরুদ্ধে ভোট দিতে পারেন।

যদি ট্রাম্প চূড়ান্তভাবে সিনেটের ভোটে ইমপিচমেন্টের সাব্যস্ত হন, তবে তিনি আর কখনও প্রতিদ্বন্দ্বীতা করতে পারবেন না।

ডেইলি ওয়াশিংটন পোস্ট জানিয়েছে এই পরিস্থিতিতে ট্রাম্প মনে করছেন, তৃতীয় দল গঠনের হুমকি দিলে তার বিরুদ্ধে রিপাবলিকান সিনেটররা ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারেন। এর আগে, ট্রাম্পের প্রেসিডেন্ট-এর শেষ দিনগুলিতে ডেইলি ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল ডোনাল্ড ট্রাম্প একটি নতুন দল প্যাট্রিয়ট পার্টি গঠনের বিষয়ে বিবেচনা করছেন।

ডোনাল্ড ট্রাম্প ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল ব্যবধানে হারার পরও নির্বাচন মেনে নিতে অস্বীকার করেন এবং তার উগ্রপন্থী সমর্থকরা মার্কিন কংগ্রেসে ঢুকে ব্যাপক হামলা ও ভাংচুর চালালে অনেকে হতাহত হয়।

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ এসব ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে অভিযুক্ত করেছে। ফলে সিনেটে এখন এই বিষয়ে ভোটাভুটি হবে। ট্রাম্পের এসব ছেলেমী কর্মকান্ডের জন্য তাঁর নিজের দলের লোকেরাও ক্ষিপ্ত এবং এসব ভোটাভুটিতে অনেকে ডোনাল্ডের বিরুদ্ধে অবস্থান নিতে পারেন। 

আরও পড়ুন

×