প্রকাশিত: 26/01/2021
যশোরের শার্শা উপজেলার নাভারন বুরুজবাগান ম্বাস্থ্য কমপ্লেক্স এ জাতীয় পতাকার অবমানার অভিযোগ উঠেছে।স্থানীয়রা জানায়, হাসপাতালের কার্যক্রম যেমন চলছে নানা অনিয়ম মধ্যে দিয়ে তেমনি প্রতিনিয়ত অবমাননা করা হচ্ছে জাতীয় পতাকাকে। এখানে রাত দিন জাতীয় পতাকা টানানো থাকে। কখনো পতাকা নামানো হয় না।স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোমবার (২৫ জানুয়ারি) রাত দশটার সময় হাসপাতাল চত্তরে গিয়ে দেখা যায় তখন জাতীয় পতাকা নামানো হয়নি।
স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, এভাবে জাতীয় পতাকার অসম্মান করার অধিকার কারোর নেই। জাতীয় পতাকা অসম্মান করার জন্য আমরা সেদিন বুকের তাজা রক্ত ঢেলে দেয়নি। লক্ষ প্রানের বিনিময়ে অর্জিত পতাকা স্বাধীন দেশে এভাবে অবমাননা করা হবে আমাদের ভাবতে কষ্ট হয়। বিষয়টি আমরা উর্দ্ধতন কর্মকর্তাদের জানাবো।এ ব্যাপারে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ইনচার্জ ডাঃ ইউসুফ আলী জানান, পতাকা টাঙ্গানোর ষ্টান্ড গত দুই দিন আগে নতুন করে লাগানো হয়েছে। পতাকা নামানোর বিষয়টি আমার জানা নেই। আমি খোজ খবর নেব।