প্রকাশিত: 27/01/2021
ভারতের প্রতিবাদী কৃষকরা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজধানী দিল্লিতে সকাল থেকেই প্রতিবাদ করছেন। বলা হয়েছিল, স্থানীয় সময় দুপুর ১২টার পর ট্রাক্টর মিছিলটি শুরু করবেন।
তবে কৃষকরা সকাল সাড়ে ৮ টার দিকে সিংঘু সীমান্তে পুলিশ ব্যারিকেড ভেঙে তারা নির্ধারিত সময়ের অনেক আগে ট্র্যাক্টর নিয়ে দিল্লিতে প্রবেশ শুরু করেছেন। বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, সকাল সাড়ে ৮ টা থেকে হাজার হাজার কৃষক ট্রাক্টর দিয়ে মিছিল শুরু করেছেন।
জানা গেছে, প্রজাতন্ত্র দিবসে দিল্লি পুলিশ কৃষকদের তিনটি নির্দিষ্ট রাস্তায় ট্র্যাক্টর চলাচল করার অনুমতি দেয়। তবে মঙ্গলবার (২৬ জানুয়ারী), সরকারী নির্দেশনা উপেক্ষা করে কৃষকরা সকালেই মিছিলটি শুরু করেন। পুলিশ বারবার ধীর গতিতে এগিয়ে যাওয়ার অনুরোধ করলেও সিংহু সীমান্তে পাঁচ হাজার বেশি কৃষকের সমাগমের সামনে উপস্থিত অল্প সংখ্যক পুলিশ সদস্য তাদের কাছে অসহায় হয়ে পড়েন।
পশ্চিম দিল্লি সীমান্তে, টিক্রি সীমান্তেও একই রকম দৃশ্য ছিল। যদিও সেখানকার কৃষক নেতারা ঘোষণা করেছিলেন, বিক্ষোভকারীরা শান্তি বজায় রেখে বিক্ষোভ করবেন এবং পুলিশের সাথে কথা বলে তারা নিয়ম অনুযায়ী ট্র্যাক্টর মিছিল করবেন।
বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, সকাল থেকেই দিল্লির বিভিন্ন সীমান্তে হাজার হাজার কৃষক জড়ো হয়েছে। যদিও মহাসড়কে সরকারী কুচকাওয়াজের পরে কৃষকদের মিছিল শুরু করার প্রতিশ্রুতি দিয়েছিল, শেষ পর্যন্ত কৃষকরা সকাল থেকেই প্রতিবাদ শুরু করেন। যা পরবর্তীতে আরও বড় আকার ধারণ করবে বলে সকলের ধারণা।