প্রকাশিত: 28/01/2021
দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বুধবার ব্যবসায়ী জুয়েল রানাকে আটকের প্রতিবাদে ৪ ঘন্টাব্যাপী ধর্মঘট পালন করেছে ফুলবাড়ীর পাইকার ও খুচরা কাঁচা সবজি ব্যবসায়ীরা। মাঠ থেকে সবজি বাজারে এনে সময়মতো সবজি বিক্রি করতে না পারায় কৃষকের কপালে ভাঁজ।
জুয়েল রানাকে আটকের প্রতিবাদে গতকাল বুধবার ভোর থেকে দোকানে তালা ঝুলিয়ে জুয়েল রানার মুক্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ধর্মঘট পালন করেন ফুলবাড়ী পৌরবাজার পাইকার ও খুচরা কাঁচা সবজি ব্যাবসায়ীরা।
এদিকে ধর্মঘটের কারণে দেশের বিভিন্নস্থান থেকে আসা কাঁচা সবজি গাড়ীতেই আটকে থাকে। অপর দিকে উপজেলার বিভিন্নপ্রান্ত থেকে আসা কৃষকরা তাদের নিজ জমির বিভিন্ন সবজি বাজারে এনে দুশ্চিন্তায় পড়েন এবং এই ধর্মঘটের প্রতি ক্ষোভ জানান।
থানার এজাহার সূত্রে জানায় যায়, কয়েকদিন পূর্বে চাঁদা দেওয়া নেওয়াকে কেন্দ্র করে কাঁচাবাজারের নাইটগার্ড কাজলের সাথে সবজি ব্যবসায়ীদের বাকবিতন্ডা সৃষ্টি হয়। পরে সেই ঘটনাকে কেন্দ্র করে ব্যবসায়ীরা নাইটগার্ড কাজলকে মারপিট করে।
পরে কাজল গত মঙ্গলবার দিবাগত রাত ১২টায় ফুলবাড়ী থানায় জুয়েল রানাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। পরে পুলিশ ওই রাতেই জুয়েল রানাকে তার শ্বশুরবাড়ী থেকে আটক করে।
ধর্মঘট চলাকালে পাইকার ব্যবসায়ী আসাদুজ্জামান বাবু ও দিপক গুপ্ত বলেন, ব্যবসায়ী জুয়েল রানাকে মিথ্যা অপবাদে মামলা দিয়ে আটক করা হয়েছে। তাকে মুক্ত না করা হলে ধর্মঘট অব্যাহত থাকবে।
খুচরা ব্যবাসায়ী হারুন উর রশিদ বলেন, সকল সবজি ব্যবসায়ী সম্মিলিত হয়ে ধর্মঘট পালন করা হচ্ছে। কৃষক কোবাদ হোসেন তারশিদ হোসেন বলেন, এমন ধর্মঘট পালন করা বলে তা আগে জানানো হয়নি। তারা জমি থেকে শাক-সবজি বাজারে এনে জানতে পারেন বাজারে ধর্মঘট পালন করা হচ্ছে। ধর্মঘটের কারণে তাদের সবজি বিক্রি হয়নি। ফলে ক্ষতির মুখে পড়েছেন তারা।
সকাল ৯টায় নবনির্বাচিত মেয়র মো. মাহমুদ আলম লিটনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেন সবজি ব্যবসায়ীরা। পরে স্বাভাবিকভাবে দোকানপাট খোলা হয়। পরে সকাল ১০টায় ফুলবাড়ী থানায় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, থানার পুলিশসহ ব্যবসায়ীদের নিয়ে ফুলবাড়ী থানায় সমঝোতা করেন নবনির্বাচিত মেয়র মো. মাহমুদ আলম লিটন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর গত মঙ্গলবার রাতে জুয়েল রানাকে আটক করা হয়। পরে গত বুধবার বাদী-বিবাদীসহ জনপ্রতিনিধিদের নিয়ে সমঝোতার মাধ্যমে জুয়েল রানাকে ছেড়ে দেওয়া হয়।