প্রকাশিত: 28/01/2021
আজ বৃহস্পতিবার সৌদি আরবের বাসিন্দারা এক বিরল দৃশ্য প্রত্যক্ষ করবেন। এই দিনে পবিত্র কাবা শরীফ এবং পূর্ণিমা একই সাথে দেখতে পাবেন। জ্যোতির্বিজ্ঞান সোসাইটির চিফ ইঞ্জিনিয়ার মাজিদ আবু জাহরার এই তথ্য জানিয়েছেন।
মধ্য প্রাচ্যের মনিটর এবং সৌদি গেজেটসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) মক্কায় কাবা ও চাঁদকে একসঙ্গে দেখা হবে। এই দিনটি চন্দ্র মাসের চৌদ্দতম দিন হিসেবে বলা হয়।
জানা যায় এটি ২০২১ সালে সৌদি আরবের চাঞ্চল্যকর ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। আজ সৌদি আরবের সব শ্রেণি-পেশার মানুষ কাবা প্রান্তরে চাঁদ উপভোগ করার জন্য প্রস্তুতি নিয়েছেন।
এর আগে, ২৬ নভেম্বর এবং ২৪ ডিসেম্বর ২০১৮-তে কাবা শরীফ এবং চাঁদকে একইভাবে দেখা গিয়েছিল। গত বছরের মার্চ মাসে এ জাতীয় সর্বশেষ দৃশ্য দেখা গিয়েছিল। প্রতি বছর এই দৃশ্য দেখা যায় এবং যা মসজিদুল হারামের ডানদিকে অবস্থান করে।