প্রকাশিত: 28/01/2021
ভারতে গত ১৬ জানুয়ারি থেকে কোভিড-১৯ টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। মহামারীর প্রতিষেধক হিসাবে দেশটিতে দুটি টিকা অনুমোদন পেয়েছে সেগুলো হলো, সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন।
ফলে এই মুহূর্তে দেশটিতে টিকার অভাব নেই, কিন্তু এই প্রতিষেধক (টিকা) নেওয়ার লোক পাওয়া যাচ্ছে না। জানা গেছে ভয়ে টিকা গ্রহীতারা এগিয়ে আসছেন না।
তবে সরকারের পক্ষ থেকে সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন দুটি টিকাই নিরাপদ বলে ঘোষণা করা হয়েছে। তবে ভারত বায়োটেকের করোনা টিকা (কোভ্যাক্সিন) তৃতীয় দফায় ট্রায়াল ঠিক মতো শেষ হয়নি বলে মনে করছেন অনেকে। এছাড়া প্রকাশ্যে আসেনি সাফল্যের তথ্য।
ফলে একরকম ট্রায়ালের মতোই এটি প্রয়োগ করা হচ্ছে স্বাস্থ্যকর্মীদের শরীরে। তাই তারা ভারত বায়োটেকের টিকা দিতে ভরসা করতে পারছেন না।