বাইডেন সৌদি আরব ও আমিরাতের কাছে অস্ত্র বিক্রয় স্থগিত করলেন 

প্রকাশিত: 29/01/2021

খোরশেদ আলম:

বাইডেন সৌদি আরব ও আমিরাতের কাছে অস্ত্র বিক্রয় স্থগিত করলেন 

মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রয় স্থগিত করেছেন।

জো বাইডেন ২০ জানুয়ারী মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করার পর বাইডেন প্রশাসন এক সপ্তাহ পর এই সিদ্ধান্ত গ্রহণ করলেন।

প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দুটি আরব দেশে অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছিলেন। নতুন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিসেবে নিয়োগ চূড়ান্ত হওয়ার পর অ্যান্টনি ব্লিংকেন বিষয়টি নিশ্চিত করেছেন। খবর আল-জাজিরা।

আমেরিকা যুক্তরাষ্ট্র এখন ট্রাম্প প্রশাসন কর্তৃক অনুমোদিত এসব অস্ত্র বিক্রয় বিষয়গুলো পর্যালোচনা করে দেখছেন বলে জানিয়েছেন ব্লিংকেন।

বুধবার প্রথম প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, "দু'দেশের অস্ত্র বিক্রয় সহায়ক কিনা তা নিশ্চিত করার জন্য আমাদের কৌশলগত লক্ষ্য এবং বৈদেশিক নীতিগুলো উন্নয়নের সার্থে পর্যালোচনা করা হচ্ছে।"

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মিডিয়া ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার প্রথমবারের মতো জানিয়েছে বাইডেন প্রশাসন সাময়িকভাবে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রয় স্থগিত করেছে।

আরও পড়ুন

×