প্রকাশিত: 01/02/2021
আফগান তালেবানরা মার্কিন সেনাদের হত্যা করার হুমকি দিয়েছে। তারা বলেছে যে মার্কিন সেনাদের অবশ্যই দেশ ছেড়ে চলে যেতে হবে অথবা তাদের মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে।
তালেবানদের এই মুখপাত্র মার্কিন অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি বলেন তালেবানরা দোহার চুক্তি মানছে না, পেন্টাগনের মুখপাত্র জন কির্বির এই বক্তব্যের জবাবে শুক্রবার একটি টুইটার পোস্টে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এসব মন্তব্য করেন।
জন কিরবি বলেছিলেন, তালেবানরা দোহার চুক্তির প্রতি সম্মান দেখাচ্ছেন না এবং তারা যদি প্রতিশ্রুতি না মানেন তবে আফগানিস্তান থেকে মার্কিনীরা সৈন্য প্রত্যাহার করা হবেনা।
এ প্রসঙ্গে জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পেন্টাগনের দাবি তালিবান এই চুক্তির প্রতি সম্মান দেখাচ্ছে না তা ডাহা মিথ্যা। তিনি দাবি করেন, তালেবানরা চুক্তির প্রতিটি ধার-উপধারা মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ এবং চুক্তির প্রতি পূর্ণ সম্মান প্রদর্শন করছে।