প্রকাশিত: 01/02/2021
দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী ভাগলপুর হাফেজিয়া মাদ্রাসার পেছনের একটি আম বাগান থেকে গতকাল রবিবার সকালে নূর আলম (৪০) নামের এক ভারসাম্যহীন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নূর আলম নবাবগঞ্জ উপজেলার ১ নং জয়পুর ইউনিয়নের জয়পুর গ্রামের পশ্চিম মঞ্জপাড়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। জয়পুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বার রোকেয়া পারভীন বলেন, প্রায় ১০ বছর নূর আলমের আর্থিক অস্বচ্ছলতার কারণে তার স্ত্রী ও দুই কন্যা তাকে ছেড়ে চলে যান।
তার স্ত্রী বর্তমানে ঢাকার গার্মেন্টেসে কর্মরত রয়েছেন। পারিবারিক অসচ্ছলতার কারণে ধীরে ধীরে নূর আলম মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। গত শনিবার রাতে খাবার শেষে ৯টায় বাড়ি থেকে বেড়িয়ে যান।
পরে গতকাল রবিবার সকালে জানতে পারেন নূর আলম হাফেজিয়া মাদ্রাসার পেছনের একটি আম বাগান গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
নবাবগঞ্জের আফতাবগঞ্জ পুলিশ ফাঁড়ির এসআই বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। সে মানসিক ভারসাম্যহীন হওয়ায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।