প্রকাশিত: 01/02/2021
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা অমিত শাহ সতর্ক করে বলেছেন, পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে উপরে ফেলা হবে। তিনি বলেন পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একটি সরকার গঠন করবে। নিউজ পার্সটুডের
রবিবার পশ্চিমবঙ্গের ডুমুরজলায় দলীয় ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে অমিত শাহ আরও বলেন তিনি বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন। বাংলাকে এগিয়ে নেওয়ার পরিবর্তে তিনি এটিকে পেছনে ফেলছেন।
তিনি আরও বলেন, নির্বাচন এলে মমতা একা হয়ে যাবেন, তার পাশে কেউ থাকবে না। মমতার একমাত্র নীতি হ'ল তার ভাইপোকে মুখ্যমন্ত্রী তৈরি করা, তা হতে দেয়া হবেনা। মোদীর নেতৃত্বে বাংলায় পরিবর্তন নিশ্চিত। বিজেপি সরকার বাংলা রক্ষা করবে। বিজেপি দেখতে চায় কৃষকরা যেন তাদের আয় দ্বিগুণ করতে পারে।