মিয়ানমারে প্রেসিডেন্ট হিসাবে ইউ মিন্ট সুয়েকে নিয়োগ

প্রকাশিত: 01/02/2021

নিজস্ব প্রতিবেদন :

মিয়ানমারে প্রেসিডেন্ট হিসাবে ইউ মিন্ট সুয়েকে নিয়োগ

মিয়ানমারে আগামী ১ বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সেনাবাহিনী। সেই সঙ্গে একজনকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। 

নিয়োগ পাওয়া প্রেসিডেন্টের নাম ইউ মিন্ট সুয়ে। তিনি মিয়ানমার সেনাবাহিনীর সাবেক জেনারেল ছিলেন এবং এনএলডি নেতৃত্বাধীণ সরকারের সশস্ত্র বাহিনীর প্রতিনিধিত্ব করার জন্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করেছেন দেশটির সেনাবাহিনী।

জরুরি অবস্থা ঘোষণার পর মিয়ানমারের ক্ষমতা দেওয়া হয়েছে সশস্ত্র বাহিনীর প্রধান সেনাবাহিনীর সিনিয়র জেনারেল মিং অং হ্লাইংয়ের হাতে। জরুরি অবস্থা চলাকালীন আগামী ১ বছর তিনি ক্ষমতায় থাকবেন। আর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে কাজ করবেন ইউ মিন্ট সুয়ে।

উল্লেখ্য, এর আগেও প্রায় পাঁচ দশক ধরে মিয়ানমারের ক্ষমতায় ছিল দেশটির সেনাবাহিনী। গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে সু চির দল জয় লাভ করে। তবে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে সেনাবাহিনী।

আরও পড়ুন

×