প্রকাশিত: 02/02/2021
দেশের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার কারণে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা অনুভূত হচ্ছে। সোমবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া ঢাকাসহ বিভাগীয় শহরগুলিতে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১০ ডিগ্রি সেলসিয়াস। রবিবার ছিল সর্বনিম্ন তাপমাত্রা ১১.৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৭ ডিগ্রি সেলসিয়াস। ১৯ ডিসেম্বর রংপুর বিভাগের রাজারহাটে এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৬ রেকর্ড করা হয়েছিল।
৬ ডিগ্রি সেলসিয়াসের নীচে তাপমাত্রাকে তীব্র ঠান্ডা, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস মাঝারি এবং ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়ে থাকে।
এদিকে, নীলফামারী, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার জেলাগুলোতে তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হচ্ছে এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগসহ সীতাকুণ্ড, রাঙ্গামাটি, কুমিল্লা, ফেনী, সন্দ্বীপ ও হাতিয়া অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরণের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই আবহাওয়া আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়াবিদদের সূত্র থেকে জানা গেছে।