ইয়েমেন সৌদি আরবের উপর বড় ধরণের হামলার হুমকি

প্রকাশিত: 03/02/2021

খোরশেদ আলম:

ইয়েমেন সৌদি আরবের উপর বড় ধরণের হামলার হুমকি

ইয়েমেনের সুপ্রিম পলিটিকাল কাউন্সিল বলেছে তারা তাদের জনগণের দুর্ভোগ অবসান ঘটাতে সক্ষম।

কাউন্সিল আরও বলেছে, সৌদি আরব যদি ইয়েমেনের তেল জাহাজ আটকে দেয় তবে রিয়াদের বিরুদ্ধে বড় ধরণের সামরিক অভিযান শুরু করা হবে।

সৌদি আরব ইয়েমেনের কয়েকটি তেল ট্যাঙ্কার অবরোধের জেরে ইয়েমেনের বেশ কয়েকটি হাসপাতাল ও ক্লিনিক বন্ধ হওয়ার যখন উপক্রম, তখন এই ধরণের হুমকি এলো।
 
সৌদি আরব ইয়েমেনির তেল ট্যাঙ্কার দখলের কারণে দুর্ভিক্ষের পাশাপাশি ইয়েমেনের মানুষ মারাত্মক জ্বালানি সংকটে পড়েছে।

২০১৫ সাল থেকে সৌদি আরব এবং এর কিছু আরব মিত্র দারিদ্র্যপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আক্রমণ চালাচ্ছে। এ কারণেই ইয়েমেন বিশ্বের বৃহত্তম মানবিক সংকটে পড়েছে। তবে বিশ্বের বেশিরভাগ দেশই এই ইস্যুতে নীরব ভূমিকা পালন করছে। সূত্র: প্রেস টিভি 

আরও পড়ুন

×