সকাল থেকে বেনাপোল-পেট্রপোল স্থল বন্দরে আমদানি-রপ্তানি সচাল

সকাল থেকে বেনাপোল-পেট্রপোল স্থল বন্দরে আমদানি-রপ্তানি সচাল

ভারতের পেট্রাপোল স্থল বন্দরে ‘জীবন-জীবিকা বাঁচাও’ নামের একটি সংগঠন পাঁচ দফা দাবির মধ্যে দুই দফা দাবি মেনে নেওয়ায় দুই দিন পর কর্মবিরতি প্রত্যাহার করেছে শ্রমিক সংগঠনটি।

আজ মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে প্রতিদিনের ন্যায় শুরু হয়েছে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য। গত সোমবার রাতে সংশিষ্টদের মধ্যে একটি বৈঠকে সমঝোতা হলে কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ‘জীবন-জীবিকা বাঁচাও’ সংগঠনটি।

বেনাপোল সি এন্ড এফ এজেন্টস ষ্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ সাজেদুর রহমান বলেন, ভারতের পেট্রাপোল স্থল বন্দরে জীবন-জীবিকা বাঁচাও কমিটির আন্দোলনে ২ দফা দাবি বাস্তবায়ন হওয়ায় সোমবার সন্ধায় আন্দোলকারীরা তাদের অবরোধ প্রত্যাহার করে নিয়েছে। মঙ্গলবার সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরে দু-দেশের মধ্যে আমদানি রপ্তানি শুরু হয়েছে । মেনে নেওয়া দাবি ২টি হলো-

১. ২০ ফেব্রুয়ারী থেকে পেট্রাপোল চেকপোষ্টে হ্যান্ড কুলিরা কাজ করতে পারবে।

২. পণ্য বাহি ট্রাক বেনাপোল ও পেট্রাপোল বন্দরে রেখে ট্রাক চালকরা পায়ে হেটে এপার ওপার যাতায়াত করতে পারবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল জানান, কর্মবিরতি প্রত্যাহারে আবারও দুই দেশের মধ্যে বাণিজ্য শুরু হয়েছে। ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্য খালাস করতে পারেন তার জন্য সংশিষ্ট সকলকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×