ফ্লোরিডায় এফবিআইয়ের দু'জন এজেন্ট নিহত 

ফ্লোরিডায় এফবিআইয়ের দু'জন এজেন্ট নিহত 

শিশু নির্যাতনের অভিযোগে অভিযুক্ত আসামী গ্রেপ্তার করতে গেলে গুলি চালিয়ে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দুই এজেন্টকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে ফ্লোরিডা রাজ্যে এই ঘটনা ঘটে। খবর নিউইয়র্ক টাইমস

অভিযুক্ত ব্যক্তি শুক্রবার ফ্লোরিডায় ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এর সদস্যদের উপর গুলি চালায়। এক পর্যায়ে এফবিআই পাল্টা গুলি চালালে সংস্থাটির ২ জন সদস্য নিহত হয় এবং আহত হয় আরও তিনজন।

এফবিআইয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার ভোর ৬টায় পাঁচ কর্মকর্তাকে আক্রমণ করা হয়। শিশু নির্যাতনের অভিযুক্ত একজনকে গ্রেপ্তারের চেষ্টাকালে তাদের উপর আক্রমণ করা হয়।

গুলিতে সন্দেহভাজনও মারা গিয়েছে বলে জানানো হয়। যুক্তরাষ্ট্রের পুলিশের দাবি, ঘটনাস্থলে প্রচুর গোলাগুলি হয়েছে। নিহত ২ জন এজেন্টের নাম এফবিআই এখনো প্রকাশ করেনি। সংস্থাটি অন্য আহত সদস্যদের সম্পর্কেও কিছু জানায়নি।
 

আরও পড়ুন

×