বিশ্বকে অবাক করে তুরস্কের চালকবিহীন বাস তৈরি

প্রকাশিত: 04/02/2021

খোরশেদ আলম:

বিশ্বকে অবাক করে তুরস্কের চালকবিহীন বাস তৈরি

তুরস্ক নিজস্ব চালকবিহীন বৈদ্যুতিক বাস পরীক্ষা করে বিশ্বকে অবাক করে দিয়েছে। সোমবার (১ লা ফেব্রুয়ারি) প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের উপস্থিতিতে এই পরীক্ষা করা হয় বলে দেশটির সংবাদমাধ্যম ডেইলি সাবাহ জানিয়েছে। তুরস্কের শিল্প ও প্রযুক্তিমন্ত্রী মোস্তফা বারানাক এসময় উপস্থিত ছিলেন।

আতাক ইলেকট্রিক নামে বাসটিতে  BMW 220-kWh লি-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এটি দুটি চার্জের মধ্যে ৩০০ কিলোমিটার (১৮৬.৪ মাইল) পর্যন্ত চলাচল করতে সক্ষম। এটি কারেন্টে চার্জ করতে তিন ঘন্টা সময় লাগে।

২৭.২ ফুট দীর্ঘ বাসটি ৫০ জন যাত্রী বসতে পারে। গাড়ি নির্মাতা কারসন বলেছেন, তারা ইতিমধ্যে ব্যাপক উত্পাদন শুরু করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেন, এই বাস নির্মাতারা বিশ্বজুড়ে তুরস্ক ও তুর্কি ব্র্যান্ডের সুনাম বৃদ্ধি করবে। গত মাসে তুরস্কের অপর একটি সংস্থা অটোকার নিজস্ব তৈরি বৈদ্যুতিক বাস পরীক্ষা করে।

আরও পড়ুন

×