প্রকাশিত: 04/02/2021
২১ মার্চের মধ্যে ৭০০ ইউপিতে ভোট গ্রহণের কথা ছিল। তবে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত এখনও প্রস্তুত হয় নাই। নির্বাচন কমিশন (ইসি) ২ মার্চ চূড়ান্ত ঘোষণার পরে ইউপিতে ভোট গ্রহণের সিদ্ধান্ত দেবে। সেক্ষেত্রে পবিত্র রমজান মাসের আগে ইউপির প্রথম পর্বে ভোট নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিভিন্ন কারণে মার্চ মাসে ভোট গ্রহণ করা সম্ভব নয়। কারণ ইতোমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ফলে পুরানো ভোটার তালিকা দিয়ে ভোট নেওয়া হলে জটিলতা সৃষ্টি করতে পারে।
অন্যদিকে, ঐতিহাসিক ৭মার্চ, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জায়গা পাওয়া নাও যেতে পারে।
ইসির এক কর্মকর্তা বলেছেন, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কমিশনকে প্রথম দফার ভোটের জন্য একটি সিডি তৈরি করতে বলা হয়েছে। ২ মার্চের পর ভোটার তালিকার সিডি প্রস্তুতের পরে প্রথম ধাপের তফসিল প্রথম সপ্তাহে ঘোষণা করা হতে পারে। ভোট রমজানের আগেই হতে পারে। পরবর্তী পদক্ষেপগুলি রমজানের পরে নেয়া যেতে পারে।
ইসি কর্মকর্তারা বলন, ৪৫১১ টি ইউপির মধ্যে ৪,১০০ ইউপিতে ভোট নেয়া যেতে পারে। মামলার জটিলতার কারণে ২০০ ইউপিতে নির্বাচন আটকে আছে। গতবারের মতো আসন্ন ইউপি ভোটগুলোতে দলীয় প্রতীক নিয়ে অনুষ্ঠিত হবে।