প্রকাশিত: 16/10/2019
ট্রাম্পকে টুইট দানব বললেন ।
ট্রাম্প নাম টা শুনলেই কেমন যুদ্ধ যুদ্ধ লাগে । যুক্ত রাষ্টের প্রেসিডেন্ড যার পুরো নাম ডোনাল্ড ট্রাম্প । আর উনা কেই সৌদি আরবের একজন প্রভাব শালী কূটনীতিক যার নাম প্রিন্স খালিদ বিন বন্দর বিন সুলতান আল সৌদ সেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টুইট দানব হিসেবে আখ্যায়িত করেছেন । তিনি এটাও বলেছেন যে কিছু টুইট বিরক্তিকর হলেও কখনো কখনো এগুলো শুধু ট্রাম্পের প্রাথমিক প্রতিক্রিয়ার সাথে মিলে । তবে নীরবতার রীতি ভেঙে এদিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, সৌদি-ইরান বিবাদসহ সমসাময়িক অন্যান্য বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন রাষ্ট্রদূত প্রিন্স খালিদ। প্রিন্স খালিদ বলেছেন, ‘রিয়াদ বৈশ্বিক স্বার্থে ভূমিকা রেখেছে। সৌদি চাইলেই তেলের দাম আকাশছোঁয়া করে দিতে পারে। এ থেকে আরও লাখ লাখ ডলার উপার্জন করতে পারে। আমরা এটি নিয়ন্ত্রণের চেষ্টা করেছি। কারণ এটি বিশ্বের জন্য ভালো হতো না। পুরো দুনিয়া অসুস্থ হয়ে পড়লে সৌদি আরবও এর বাইরে থাকতে পারবে না।’ ষদ্য গার্ডিয়ান