অবৈধ স্থাপনা উচ্ছেদ ঘটনায় ইউনিয়ন ভূমি অফিস ভাঙচুরসহ মারধর: মামলা দায়ের

অবৈধ স্থাপনা উচ্ছেদ ঘটনায় ইউনিয়ন ভূমি অফিস ভাঙচুরসহ মারধর: মামলা দায়ের

দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে হাট চান্দিনার জায়গায় অবৈধভাবে নির্মিত দোকানঘর উচ্ছেদ ঘটনায় ক্ষিপ্ত হয়ে ইউনিয়ন ভূমি অফিসে হামলা চালিয়ে মারপিটসহ লুট চালিয়েছে স্থানীয় দুর্বৃত্তরা। এ ঘটনায় গত বৃহস্পতিবার (৪ফেব্রুয়ারি) ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুস সাদেক। 
    ঘটনাটি গত বৃহস্পতিবার বিকাল ৩ টায় উপজেলার বেতদিঘী ইউনিয়নের মাদিলাহাটে ঘটেছে।
    আসামীরা হলেন, উপজেলার বেতদিঘী ইউনিয়নের চকএনায়েতপুর গ্রামের হায়দার মির্জার ছেলে মাবুদ মির্জা (২৮) ও মামুন মির্জা (৩০), মৃত আইনুল শাহের ছেলে মো. রাসেল (২৬) ও মো. রুবেল (২৫), মৃত আমিনুলের ছেলে মোকছেদুল ইসলাম (২৫) ও মজিবুল ইসলাম (২২), আইয়ব আলীর ছেলে আসাদুল ইসলাম আসাদ (২৭) এবং মৃত সাইফুল ইসলামের ছেলে মো. রুবেল (২৬)। 
    মামলার এজাহার সূত্রে জানায় যায়, মাদিলাহাট বাজারে হাট চান্দিনার জায়গায় অবৈধভাবে দোকানঘর নির্মাণ করেন মাবুদ মির্জা। অবৈধ নির্মাণকারীকে লিখিত ও মৌখিকভাবে  স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ প্রদানসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারকে (ভূমি) অবহিত করেন বেতদিঘী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুস সাদেক। তার ওই নির্দেশনা অমান্য করে নির্মাণ কাজ চালু রাখায় গত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাটি গুড়িয়ে দেন। পরে প্রশাসনের ওই দুই কর্মকর্তা চলে গেলে উল্লেখিত আসামীরা সঙ্গবদ্ধভাবে লাঠিসোটা নিয়ে বেতদিঘী ইউনিয়ন ভূমি অফিসে অনাধিকার প্রবেশ করে সরকারি কাজে বিঘœতা সৃষ্টি করে। ওইসময় অফিস সহায়ক মো. আমজাদ হোসেনকে বেদম মারপিট করে অফিসের আসবাবপত্র ভাঙচুরসহ তছনছ করে। পরে আসামী মাবুদ মির্জা আলমারীর ডয়ার ভেঙে সরকারি খাজনা আদায়ের ২০ হাজার টাকা লুট করে। সাথেই অফিসের কর্মরত অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদেরকে প্রাণনাশের হুমকি প্রদান করেন এবং জমির খাজনা আদায়ের তিনটি জমাবন্দি/তলব বাকী রেজিস্ট্রার-দুইটি নিয়ে যায়। 
    ওই ঘটনায় মাদিলাহাট ইজারাদার মো. আমিনুল ইসলামের প্রতিনিধি বেলাল হোসেনকেও মারপিট করে। এ বিষয়ে হাট ইজারাদার বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ ওই আসামীদের বিরুদ্ধে দায়ের করেছেন। 
    এ বিষয়ে মাবুদ মির্জার মুঠোফোনে (০১৭৯৭৯০৫৫৬৬) যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মুঠোফোনটি সুইচ অফ পাওয়া যায়। 
    ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, ওই ঘটনায় উপরোক্ত আসামীদের বিরুদ্ধে গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় বেতদিঘী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুস সাদেক বাদি হয়ে সরকারি কাজে বাঁধাপ্রদান, সরকারি কর্মচারীকে মারপিট, নগদ অর্থ চুরিসহ ক্ষতিসাধন ও প্রাণ নাশের হুমকি প্রদানের ধারায় মামলা দায়ের করেছেন। অপরদিকে হাট ইজারাদারের প্রতিনিধিকে মারপিট ঘটনায় একই আসামীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। 
    ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ ঘটনাকে কেন্দ্র করেন ইউনিয়ন ভূমি অফিসে হামলা চালিয়ে মারপিটসহ লুটপাটের ঘটনায় ফুলবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। 
    ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন বলেন, হাট চান্দিনার জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছিলেন মাবুদ মির্জা। ওই অবৈধ স্থাপনা নির্মাণকারীকে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তা তার নির্দেশে স্থাপনা সরিয়ে নিতে বলেন। কিন্তু ওই অবৈধস্থাপনা তাদের কথায় কর্ণপাত না করেই স্থাপনা নির্মাণকাজ চালিয়ে যান। পরে গত বৃহস্পতিবার দুপুরে ওই অবৈধস্থাপনা গুড়িয়ে দেওয় হয়। পরে মাবুদ মির্জাসহ তার সঙ্গীরা ইউনিয়ন ভূমি অফিসে হামলা চালিয়ে মারপিটসহ লুটপাট করেন। পরে ওইদিন রাতেই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আব্দুস সাদেক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। 
 

আরও পড়ুন

×