সু চির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে দুই বছরের কারাদণ্ড

প্রকাশিত: 06/02/2021

নিজস্ব প্রতিবেদন :

সু চির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে দুই বছরের কারাদণ্ড

শান্তিতে নোবেল বিজয়ী ৭৫ বছর বয়সী মিয়ানমারের নেত্রী অং সান সু চি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে আটকের পর মামলায় দায়ের করেন দেশটির পুলিশ। অং সান সু চির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে ২ বছরের কারাদন্ড হতে পারে। 

সু চির বিরুদ্ধে আমদানি-রপ্তানির আইন লঙ্ঘনসহ দেশটির রাজধানী নেপিদোতে অবস্থিত তার বাড়িতে তল্লাশি চালিয়ে ওয়াকি-টকি রেডিও এবং অবৈধ যোগাযোগের সরঞ্জামের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ প্রমাণিত হলে ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চির সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে তার দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির সদস্যরা।

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি সোমবার ভোরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের রাষ্ট্রপতি, ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চি-সহ শাসকদলের শীর্ষ নেতাদের এবং কয়েকশ’ আইনপ্রণেতাকে আটক করে দেশটির নিয়ন্ত্রণ নেয় সেনাবাহিনী।

আরও পড়ুন

×