ইসরাইল ইরানে হামলার ছক কষছে

ইসরাইল ইরানে হামলার ছক কষছে

ইসরাইল ইরানে হামলার বিভিন্নভাবে ছক কষছে বলে বিভিন্ন সংবাদসূত্রে জানা গেছে। গত সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী ও জৈষ্ঠ কর্মকর্তাসহ উর্ধ্বতন  সেনা সদস্যদের সহিত আলোচনা করেন। খবর মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর

ইসরায়েলের সংবাদ মাধ্যম কেএএন নিউজের প্রতিবেদনে অনুরূপ খবর প্রকাশিত হয়। সেখানে উল্লেখ করা হয় ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রীসহ অন্যান্য উর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সহিত ইরানে হামলার বিষয়ে আলোচনা হয়।

এছাড়া গেল বুধবার ইসরায়েলের মন্ত্রীসভার বৈঠকে ইরানের অতিরিক্ত ইউরেনিয়াম মজুদ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল এবং ঐ বৈঠকে ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের মনোভাব সম্পর্ক নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। এছাড়া ভারতের ইসরায়েলের দূতাবাসে হামলার ইরানের সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল বলে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলের চীফ অব স্টাফ আভিভ কোচাবি গত সপ্তাহে ইরানে হামলার বিষয়ে ইসরায়েলের সৈন্যদের প্রস্তুত ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন।

আরও পড়ুন

×