ফুলবাড়ীতে করোনার টিকাদান কর্মসূচি

ফুলবাড়ীতে করোনার টিকাদান কর্মসূচি

দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল রবিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। টিকাদান কর্মসূচিতে আনুষ্ঠানিকভাবে প্রথম টিকা গ্রহণ করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সহকারী নায়েব সুবেদার (প্রধান সহকারী) উত্তম কুমার সিংহ ও হাবিলদার ফিরোজ মোল্লা।
    সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে আয়োজিত টিকাদান কর্মসূচি প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। 
    টিকা গ্রহণকারী ওই দুই বিজিবি সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। টিকা প্রদান করেন সিনিয়র স্টাফ নার্স তিলোত্তমা ব্যানার্জি ও কামরুন নাহার কেয়া।
    উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমানের সভাপতিত্বে টিকাদান কর্মসূচিতে বর্ডার গার্ড বাংলাদেশের দিনাজপুর সেক্টর মেডিকেল অফিসার লে. কর্নেল মো. সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিয়াজ উদ্দিন, পৌর মেয়র মাহমুদ আলম লিটন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু শামসুন্নাহার, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলামসহ স্বাস্থ্য কর্মী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
 

আরও পড়ুন

×